মালির বনে আত্নগোপনে থাকা ২০ সৈন্যকে হত্যা


ই-বার্তা প্রকাশিত: ১লা মে ২০১৭, সোমবার  | দুপুর ০২:১৬ ইউরোপ

ই-বার্তা প্রতিবেদক।। মালি ও বুরকিনার সীমান্তের বনে আত্মগোপন করে থাকা ২০ জনেরও বেশি জঙ্গিকে হত্যা করেছে ফ্রান্সের সৈন্যরা। রোববার অভিযানটি চালানো হয় বলে পশ্চিম আফ্রিকায় মোতায়েন ফরাসি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে।

চলতি মাসের প্রথমদিকে নিকটবর্তী একটি এলাকায় ফ্রান্সের এক সৈন্যকে হত্যার সূত্রধরে ওই অভিযান চালানো হয়। অভিযানে একযোগে বিমান ও স্থল হামলা চালানো হয় বলে বিবৃতিতে বলা হয়েছে। তবে অভিযানটি কোন জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত হয়েছে তা জানানো হয়নি।

মালির উত্তরাঞ্চলীয় শহরগুলো জঙ্গিরা দখল করে নেওয়ার পর ২০১৩ সালে ফরাসি বাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে দেশটি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু তারপরও জঙ্গিগোষ্ঠীগুলো প্রায়ই মালিতে হামলা চালায়।

গত বছর মালির দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশী বুরকিনা ফাসোর রাজধানীতে এক জঙ্গি হামলায় বহু মানুষ নিহত হওয়ার পর থেকে এখানেও সহিংসতা বাড়তে শুরু করে।

দেশটির কর্মকর্তাদের ধারণা, স্থানীয় ধর্মপ্রচারকদের নেতৃত্বে আনসার আল ইসলাম নামের নতুন একটি জঙ্গিগোষ্ঠী ফৌলসেয়ার বনে ঘাঁটি গেড়ে বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে।

পশ্চিম আফ্রিকার জঙ্গিগোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই করতে সেখানে প্রায় চার হাজার সৈন্য মোতায়েন করেছে ফ্রান্স।

সর্বশেষ সংবাদ

ইউরোপ এর আরও সংবাদ