মায়ের পাশেই দাফন করা হবে কাজী আরিফকে


ই-বার্তা প্রকাশিত: ২রা মে ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৩:০৩ রাজধানী

ই-বার্তা প্রতিবেদক।। মুক্তিযোদ্ধা এবং আবৃত্তিকার কাজী আরিফের জানাজা সম্পন্ন হয়েছে। বিকেলে রাজধানীর উত্তরায় মায়ের কবরের পাশে এই আবৃত্তি শিল্পীকে দাফন করার কথা রয়েছে।

আজ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কাজী আরিফের মরদেহ রাখা হয়। এ সময় প্রয়াত আরিফকে শেষবারের মতো বিদায় জানাতে শহীদ মিনারে ছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী, আবৃত্তিকার হাসান আরিফ, মুক্তিয়োদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর সহ অনেকে। শিল্পাঙ্গনের মানুষ ছাড়াও কাজী আরিফকে শেষবারের মতো বিদায় জানাতে সেখানে এসেছিলেন রাজনৈতিক কর্মী ও নেতারা। এ ছাড়া বিভিন্ন আবৃত্তি সংগঠনের সদস্যরাও শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর জানাজা সম্পন্ন করা হয়।

এর আগে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয় এই মুক্তিযোদ্ধাকে।

গত শনিবার নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাজী আরিফ।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ