হোম সিরিজ নিয়ে পিসিবির নাটক চলছেই


ই-বার্তা প্রকাশিত: ২রা মে ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৪:৩৩ ক্রিকেট

সকালে এক কথা, বিকালে আরেক কথা! কয়েকদিন আগে হুট করে পাক ক্রিকেট বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান বলে দিলেন, ‘আমরা বাংলাদেশ সফরে আসছি না। ’

এবার বলছে বাংলাদেশ সফর বাতিল করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন দাবী করলেন খোদ সংস্থাটির চেয়ারম্যান শাহরিয়ার খান।

যদিও সম্প্রতি দুবাইয়ে আইসিসির সভা শেষে তিনি দাবী করেছিলেন, এই বছর বাংলাদেশে জাতীয় দল পাঠাতে নারাজ পিসিবি। এবার দেশে ফিরে সুর পাল্টালেন তিনি।

জানালেন নিরপেক্ষ ভেন্যুতে এই সিরিজ আয়োজনের ব্যাপারে দু’পক্ষের আলাপ হয়েছে। বললেন, ‘দুবাইয়ে ক’দিন আগে আমার বিসিবি সভাপতি নাজমুল হাসানের সাথে আলাপ হয়েছে। আমরা চাই, আসন্ন এই দ্বিপাক্ষিক সিরিজটা নিরপেক্ষ কোনো ভেন্যুতে আয়োজন করতে। এটা পাকিস্তানের হোম সিরিজ হবে। ’

তবে, ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী এটা বাংলাদেশের হোম সিরিজ। বাংলাদেশের সাথে খেলতে রাজি নয় পাকিস্তান – এমন তথ্যকে ভিত্তিহীন বলে মন্তব্য করে শাহরিয়ার খান বলেন, ‘এটা সত্যি নয় যে, আমরা ওদের (বাংলাদেশ) সাথে খেলতে রাজি নই। ’

তিনটি ওয়ানডে, দুটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলতে আগামী নয় জুলাই বাংলাদেশ সফরে আসার কথা পাকিস্তান ক্রিকেট দলের। এর আগে সর্বশেষ ২০০৭-০৮ মৌসুমে পাকিস্তান সফর করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে পাঁচটি ওয়ানডে খেলে বাংলাদেশ।

এর পর ২০১১-১২ মৌসুম ও ২০১৫ সালে বিসিবির কাছ থেকে ৩ লাখ ২৫ হাজার মার্কিন ডলার নিয়ে ফের বাংলাদেশে খেলতে আসে পাকিস্তান। এবারও শুরুতে ক্ষতিপূরণ দাবী করেছিল পিসিবি।

তবে, এবার তাঁরা বিকল্প ভেন্যুর প্রস্তাব করলো। শাহরিয়ার খান বলেন, ‘আমরা নিজেদের অবস্থান ব্যাখ্যা করে সমঝোতা করতে বিসিবির কথা একটা চিঠি পাঠাবো। আমরা তৃতীয় কোনো ভেন্যুতে এই সিরিজ খেলতে রাজি। ’

আর তৃতীয় ভেন্যুটা হতে যাচ্ছে শ্রীলঙ্কা, সেই আভাসটা পিসিবি সভাপতি আগেই দিয়ে রেখেছেন। তিনি জানালেন, পিসিবি বাংলাদেশ সফর বাতিল করেনি, স্থগিত করেছে।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ