ন্যাম ভবন ছাড়তে হবে ৩০ সাংসদের


ই-বার্তা প্রকাশিত: ৪ঠা মে ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০১:২৩ রাজধানী

ই-বার্তা প্রতিবেদক।। ৩০ জন এমপিকে ফ্ল্যাট ছাড়ার চিঠি দিয়েছে সংসদীয় কমিটি। ন্যাম ভবনে ফ্ল্যাট বরাদ্দ পেয়ে সেখানে না থাকার অভিযোগে তাদের এই চিঠি দেওয়া হয়েছে। তবে এমন অভিযোগে মাত্র চার জন এমপি তাদের কাছে পাঠানো চিঠির জবাব দিয়েছেন। সংসদ সদস্যদের আবাসন তদারকির দায়িত্বে থাকা সংসদীয় কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠক শেষে কমিটির সভাপতি চিফ হুইপ আসম ফিরোজ জানান, ৩০ জন এমপিকে ফ্ল্যাট ছেড়ে দিতে গত বছরের ২৬ জুলাই এবং চলতি বছরের ২৩ এপ্রিল- দুই দফায় চিঠি দেয়া হয়। তবে তাদের অনেকেই চিঠির জবাব দেননি।

তিনি জানান, এরপর প্রয়োজনে স্পিকারের নেতৃত্বে এমপিদের ডাকা হবে এবং সংসদীয় কমিটি সরেজমিন পরিদর্শনে যাবে।

গত ১৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যেসব এমপি তাদের ন্যাম ফ্ল্যাটে থাকেন না, তাদের বরাদ্দ বাতিল করা হবে। এরপরই বিষয়টিতে নতুন করে জোর দেয় সংসদীয় কমিটি।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ