ডুবে আছে ৬০ হাজার হেক্টর জমির ফসল


ই-বার্তা প্রকাশিত: ৪ঠা মে ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০২:০৭ সিলেট

ই-বার্তা প্রতিবেদক।। হবিগঞ্জে এখনো পানিতে তলিয়ে আছে ৬০ হাজার হেক্টর জমির ফসল।পানিতে ডুবে থাকা কাঁচা পাকা ধান সংগ্রহের চেষ্টা চালালেও, ব্যর্থ হচ্ছেন কৃষক। ধান নষ্ট হয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়ে, দিশেহারা হয়ে পড়েছেন তারা। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন হবিগঞ্জের ক্ষতিগ্রস্ত কৃষক।

হবিগঞ্জে এখনো বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এ অবস্থায় পর্যাপ্ত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। এদিকে, বন্যার কারণে প্রায় ২’শ কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করছে কৃষি বিভাগ।

সর্বশেষ সংবাদ

সিলেট এর আরও সংবাদ