গ্রাহকের অংশ ফিরিয়ে দেয়ার সময় বাড়লো আপন জুয়েলার্সের


ই-বার্তা প্রকাশিত: ২২শে মে ২০১৭, সোমবার  | দুপুর ০২:৩৬ রাজধানী

ই-বার্তা প্রতিবেদক।। গ্রাহকদের স্বর্ণ ও অলঙ্কার ফেরত দেয়ার নির্ধারিত সময় তিনদিন বাড়িয়েছেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। আপন জুয়েলার্সের অসহযোগিতার কারণে আজ নির্ধারিত সময়ে গ্রাহকদের অলঙ্কার ফেরত দিতে পারেনি তাঁরা। আপন জুয়েলার্সকে আগামী ২৫ মে দুপুর দুইটার সময়ে আটক করা স্বর্ণ ও হীরার সমর্থনে দোকানে রক্ষিত কাগজপত্র থাকলে সেগুলো জমা দিতে বলা হয়। এর মধ্যে তারা তা না দিলে জটিলতার দায়ভার আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ওপর বর্তাবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

গত ১৬ মে আপন জুয়েলার্সের পাঁচটি বিক্রয় কেন্দ্র থেকে জব্দ করা সাড়ে ১৩ মণ স্বর্ণ ও ৪২৭ গ্রাম হীরার মধ্যে গ্রাহকদের প্রাপ্য অংশ ফেরত দিতে সাত দিনের সময় দিয়েছিল শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এছাড়া জব্দ করা পণ্যের মধ্যে গ্রাহকের কত অংশ, সেই বিষয়ে হিসাব জমা দিতে বলা হয় আপন জুয়েলার্সকে।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ