প্রিয় দ্বিধা


ই-বার্তা প্রকাশিত: ১৪ই জুন ২০১৭, বুধবার  | সন্ধ্যা ০৭:৪৫ কবিতা

আসাদুজ্জামান জীবন

প্রিয় দ্বিধা,
তোমার মনে আছে,
একবার বেইলি রোডের সেই টং দোকানের বেঞ্চে বসে তুমি প্রধানমন্ত্রীর মতো আঙুল নাড়িয়ে বলেছিলে " আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবলে, একদম খুন করে ফেলবো"।
অথচ, একদিন তুমি নিজেই আমার পাশ কাটিয়ে নতুন কাউকে নিয়ে জীবন সাজিয়েছো।
তুমি বলেছিলে,
আমি ছাড়া আর কাউকে তুমি তোমার অধিকার দিতে পারবেনা।
অথচ, কি সাংঘাতিক ব্যপার দেখেছো!
ঠিকই আজকাল মধ্যরাতে নতুন মানুষের স্পর্শে তুমি অর্গাজমীয় সুখ অনুভব করো।
আমার এখনো মনে আছে,
সেই পরীবাগ মোড়ে দাড়িয়ে তুমি বলেছিলে " তোমাকে ছাড়া বাঁচতে পারবোনা"।
অথচ দ্যাখো, এখন তুমি আমাকে ছাড়া দিব্যি বেঁচে আছো।
একটা সময়,
তুমি আমাকে ভালোবাসি ভালোবাসি বলে কান ঝালাপালা করে দিয়েছো, অথচ পাশের বালিশে জায়গা করে দিয়েছো স্যুট টাই পড়া অন্য এক কর্পোরেট পুরুষকে।
আমার সিগারেট খাওয়া নিয়ে তো তোমার খুব অভিযোগ ছিল,
এখন কি করে নতুন মানুষটার ঠোট থেকে ঠোটে টেনে নাও চুম্বন মিশ্রিত নিকোটিন! অসহ্য লাগেনা?
নতুন মানুষটার শরীরের ম্যাকানিজম বুঝো আর প্রেম বুঝো না।
মানুষ বদলানোর মতো করে, ভালোবাসা কি করে বদলায়! অভ্যাস কি করে বদলায়!
তবে কি, তোমার দেওয়া সেসব প্রতিশ্রুতিতে ভেজাল মেশানো ছিল?
এক জীবনে এত এত মিথ্যে প্রতিশ্রুতির উপর পা রেখে, কিভাবে ভালো থাকো,বলো তো!
অভিশপ্ত লাগেনা? অপরাধী লাগেনা? মরে যেতে ইচ্ছে হয়না?
তুমি তো ভালো আছো! অথচ, আমি কি অসুস্থভাবে সেখানটায় দাঁড়িয়ে আছি, যেখানটায় রেখে গিয়েছিলে!
তোমার তো জীবন কেটে যাচ্ছে!
আমার জীবন কাটেনা কেন?
অনেকবার ভেবেছি,
একটা প্রতারকের অপেক্ষায় বেঁচে থেকে লাভ নেই! ঘুরে দাঁড়াই!
অথচ, হয়না! আমি পারিনা!
আমি পৃথিবীর সবচেয়ে বোকাদের দলে পড়ে গেছি।
আমি একটা মিথ্যেবাদী, প্রতারকের অপেক্ষায় স্বপ্ন বুনে চলেছি।
কি আশ্চর্য দ্যাখো,
তোমাকে ভালো ও বাসতে পারছি না, ঘৃনাও করতে পারছিনা!
আমি জাস্ট ঝুলে আছি! একটা নষ্ট ঘড়িতে বেজে থাকা ২ টা ৪৫ মিনিট হয়ে ঝুলে আছি দেয়ালে।
আমার জীবন তো আর চলছে না! আমি স্রেফ থেমে আছি! একদম থেমে আছি!

সর্বশেষ সংবাদ

কবিতা এর আরও সংবাদ