আদুরিনি


ই-বার্তা প্রকাশিত: ১৯শে জুন ২০১৭, সোমবার  | রাত ০৮:৫২ কবিতা

আকরাম হোসেন।।

সময় বাড়িয়ে ফেলছো আদুরিনি
এবারের মধুচন্দ্রিমা চলে গেলো
জারুল ফুটে দিব্বি ঝরে পড়লো, প্রভাত ফেরির মিছিলে।
কিছু ব্যভিচার পথিকের পায়ে পিষ্ঠ হয়,
কিছু জারুল যত্নে কুড়িয় নেয় নবাগত
বইয়ে ভাঁজে ভাঁজে আবার প্রাণহীন সে জারুল।

সময় রাড়িয়ে ফেলছো আদুরিনি
গঙ্গা তীরে সোনাতনিদের তীর্থযাত্রা শেষ
এবারও কাশিতে যাওয়া হয়নি।
অর্ধভাঙ্গা প্রসাদ আরো ভেঙ্গে পরলো।
পূজার ঘরটা পড়ে রইলো প্রদীপহীন
ঈশ্বরের স্মরণে গান হয়নি বহুকাল
তুমিও মতনি, সুর তুলোনি কণ্ঠে।
আদুরানি! কোন ব্যাথা মাখিয়াছো বিষাদ।

এবারের বর্ষা চলে গেলো
আমাদের পাহাড়ে যাওয়া হয়নি।
একদিকে নীল সমুদ্র
আরেক দিকে সবুজের অরণ্য রেখে
নির্বিচ্ছন্ন একটা বর্ষা কাটাবো দুজনে।
মেঘের উপরে দাড়িয়ে মানুষের পৃথিবী দেখবো।
রাতভর বিরামহীন বহমান কালের পাহাড়ী বৃষ্টি
স্নিগ্ধ আবহাওয়া
পাহাড়ী ঘর, একপাশে প্রদীপ,
শীত শীত জ্বরের মত উষ্ণতা।
নির্জন এক বর্ষা, নিজেদের মত করে
সত্য জানবো।
গল্পের শেষ না টেনে,শীতের আগে
পাহাড়ের পথ ধরে আবারও সমতলে,
ক্লান্তিহীন যার যার পথে ছুটে চলবো আমি তুমি।
পিছে পরে থাকবে এক সাথে কাটানোর এক বর্ষার পাহাড়।
আমিও গর্ব করে বলবো আমারও প্রেমিকা ছিল!
এক বর্ষায়!

সর্বশেষ সংবাদ

কবিতা এর আরও সংবাদ