পর্যটন শিল্পের প্রচারের লক্ষ্যে পর্যটন ভিডিও প্রতিযোগিতা-২০১৭ এর আয়োজন


ই-বার্তা প্রকাশিত: ৩রা জুলাই ২০১৭, সোমবার  | দুপুর ০১:০৭ লাইফ

ই-বার্তা ।। দেশের দর্শনীয় স্থান ও স্থাপনাগুলোকে প্রচার ও প্রসারের মাধ্যমে দেশীয় ও বিদেশী পর্যটকদের আকৃষ্ট করে তুলতে “ট্রাভেল মেমোরিয়া-পর্যটন ভিডিও প্রতিযোগিতা-২০১৭” আয়োজন করেছে ট্যুর অপারেটর প্রতিষ্ঠান “ট্রাভেল মেমোরিয়া” ।

“Let’s Introduced Bangladesh By Travel and Tourism Videos” হবে এই প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য বিষয়।

এ বিষয়ে ট্রাভেল মেমোরিয়া ট্যুর অপারেটরটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাইফুল্লাহ রাব্বী বলেন, ‘বাংলাদেশ পর্যটনের সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করার কোন সু্যোগ নেই। এ দেশে ঘুরার মত অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে পর্যটনের সব উপাদান
বিরাজমান।

একসাথে নদী, সমুদ্র, খাল-বিল, পাহাড়, ঝরণা, ছয়-ঋতু ও অতিথিপরায়ণ মানুষ পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাবেন না। কিন্তু আমরা যথাযথ প্রচার-প্রচারণার অভাবে আমাদের দেশের পর্যটন বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারছি না। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় পর্যটনে আমরা অনেক পিছিয়ে।’

তিনি বলেন, ‘পৃথিবীর অনেক দেশই এখন নিজেদের পর্যটনকে ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরছে। ভিডিও চিত্রের মাধ্যমে দেশীয় ও বিদেশী পর্যটকদের আকৃষ্ট করে তুলছে। সে জায়গা থেকে আমরা আমাদের দেশের সুন্দর সুন্দর জায়গাগুলোকে ভিডিও চিত্রের মাধ্যমে পর্যটকদের কাছে তুলে ধরতে পারি।’

তিনি আরও বলেন, ‘পর্যটন বিষয়ে ভিডিও চিত্র সংগ্রহের মাধ্যমে যদি একটি প্রতিযোগিতার আয়োজন করা যায় তবে পর্যটকদের মাঝে আরও উৎসাহ বাড়বে। এসব কথা বিবেচনায় এনেই ট্রাভেল মেমোরিয়া উদ্যোগ নিয়েছে পর্যটন বিষয়ে ভিডিও চিত্র ধারণের একটি প্রতিযোগিতা আয়োজনের। যে ভিডিওগুলোর মাধ্যমে দেশের বিভিন্ন পর্যটন আকর্ষণ, স্থাপনা, ঐতিহ্য ও উপাদানগুলো সহজেই পর্যটকদের কাছে উপস্থাপন করা সম্ভব হয়।’

প্রতিযোগিতা সম্পর্কে বলা হয়, বাংলাদেশ ট্রাভেল ও ট্যুরিজম বিষয়ক যেকোন ভিডিও যেগুলোর মাধ্যমে বাংলাদেশের পর্যটন স্থান ও স্থাপনাগুলোকে প্রচার ও প্রসারে সহায়ক হিসেবে দেশীয় পর্যটকদের পাশাপাশি বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে সক্ষম এমন ভিডিও দাতারাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

এছাড়া ট্রাভেল মেমোরিয়া জানায়, প্রথম তিন জন বিজয়ীদের ট্রাভেল মেমোরিয়ার পক্ষ থেকে একদিনের ফ্রি ট্যুরসহ আরও পুরস্কার থাকবে।

১০ই জুলাই ২০১৭ এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হবে।
ট্রাভেল মেমোরিয়া বাংলাদেশের একটি ট্যুর অপারেটর কোম্পানি।

এটি ইনবাউন্ড ট্যুরের প্রতি বেশি গুরুত্ব দিয়ে আউটবাউন্ড ট্যুরগুলো পরিচালনা করে। এছাড়া পৃথিবীর যেকোন দেশের ই-টিকেটিং, হোটল ও রিসোর্ট বুকিংসহ ট্রভেল ও ট্যুরিজম বিষয়ক কনসাল্টটেন্সি সেবা দিয়ে থাকে।

সর্বশেষ সংবাদ

লাইফ এর আরও সংবাদ