অপারেশনের নামে কিডনী পাচার ২ বছরেরে শিশুর মৃত্যু


ই-বার্তা প্রকাশিত: ১২ই জুলাই ২০১৭, বুধবার  | সন্ধ্যা ০৬:১৬ রংপুর

ই-বার্তা । । রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে হার্নিয়া অপারেশনের নামে কিডনি পাচারের সময় ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

স্বজনরা জানান, রোববার হার্নিয়া অপারেশনের জন্য শিশু মৃধাকে নগরীর ভিআইপি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে তাকে অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেন চিকিৎসকরা।

কিছুক্ষণ পর নার্স এসে স্বজনদের জানান, অপারেশনের সময় মৃধার মৃত্যু হয়েছে। অপারেশনের পরপরই চিকিৎসকরা পালিয়ে গেছেন বলে অভিযোগ স্বজনদের। পরে রক্তাক্ত অবস্থায় মৃধার লাশ উদ্ধার করে তারা।

হার্নিয়া অপারেশনের নামে মৃধার ২টি কিডনি বের করে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তাদের। এদিকে, এ ঘটনায় হাসপাতালের এক নার্স ও ২ আয়াসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

রংপুর এর আরও সংবাদ