গরমে চলুক ঠান্ডা ঠাণ্ডা মশলা চা


ই-বার্তা প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০১৭, শনিবার  | দুপুর ০১:৪৯ লাইফ

ই-বার্তা ।। চা তো সবার কাছেই জনপ্রিয় খাবার। কিন্তু অনেকেই পছন্দ হওয়া সত্তেও গরমের কারণে চা খেতে চায়না। তাঁদের জন্যই আমাদের আজকের আয়োজন ঠান্ডা মশলা চা।

উপকরণঃ
চা পাতা ১ চা চামচ
দারচিনি ১ টুকরা
এলাচ ১টি
লবঙ্গ ১টি
আদা কুচি ১/২ চা চামচ
পানি দুই গ্লাস
চিনি স্বাদমতো
লেবুর রস ১ চা চামচ
বরফ

প্রণালিঃ
প্রথমে দুই গ্লাস পানি ফুটিয়ে নিন।

ফুটন্ত পানিতে আদা ও লেবু রস ছাড়া সব উপকরণ ছেড়ে দিন।

এরপর চা পাতা দিয়ে কিছুটা লিকার হয়ে গেলে নামিয়ে ফেলুন।

চা ছেকে দুটি গ্লাসে ঢেলে দিন।

গ্লাসে আদা কুচি ও লেবুর রস দিয়ে নেড়ে নিন ভালো করে।

এবার চায়ের তাপমাত্রা কমে গেলে ফ্রিজে রেখে দিন কিছুক্ষণ।

ঠান্ডা হয়ে গেলে বরফ দিয়ে পরিবেশন করুন মজাদার ঠান্ডা মশলা চা।






সর্বশেষ সংবাদ

লাইফ এর আরও সংবাদ