মজাদার সর্ষে ইলিশ


ই-বার্তা প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০১৭, শনিবার  | দুপুর ০২:৩৩ লাইফ

ই-বার্তা ।। মাছে ভাতে বাঙালীর মাছ হলে যেনো আর কিছু লাগেনা। আর তা যদি হয় জাতীয় মাছ ইলিশ তবে তো আর কোন কথাই নেই। আর ইলিশ এর ও যে রুপ তাতো আর কারো কাছে অজানা নয়। কতে রঙ্গে কত ঢঙ্গে যা তাকে রান্না করা যায় তাঁর ইয়ত্তা নেই। তেমন ই একটি রেসিপি আজ নিয়ে এলাম। সর্ষে ইলিশ যা এক কথায় ছোট বড় সবাই খুব পছন্দ করে খায়। চলুন দেখে আসি।


উপকরন :
ইলিশ মাছ ১ টা বড়
পেঁয়াজ বাটা ৪ টা বড়
সরিষা বাটা ২ টেবিল চামচ
কাঁচামরিচ ৬ টা
হলুদ গুড়া ১/২ চা চামচ
মরিচ গুঁড়া ১/২ চা চামচ
তেল ১/২ কাপ
লবন পরিমানমতো
পানি ১ কাপ


প্রনালী :
মাছ কেটে ধুয়ে টুকরা করতে হবে। ছড়ানো হাড়ি হলে ভাল হয়।
পেয়াজ, সরিষা, ১টা কাঁচামরিচ একসাথে বেটে বা ব্লেনড করে নিতে হবে। তার সাথে বাকি উপকরণগুলি যেমন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তেল, লবন ও পানি মিশিয়ে মাছের সাথে মিশাতে হবে।
সব একসাথে মিশিয়ে চুলায় বসাতে হবে। জ্বাল উঠলে চুলা কমিয়ে দিতে হবে। এভাবে মৃদু আঁচে মাছ সিদ্ধ না হওয়া পর্যন্ত চুলায় থাকবে। মাঝখানে শুধু একবার উল্টে দিতে হবে। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাতে মাছ ভেঙ্গে যাবে। মাছ সিদ্ধ হয়ে তেল উপরে উঠে আসলে বাকি কাঁচামরিচ আস্ত দিয়ে নামিয়ে ফেলতে হবে। মরিচ আপনার ইচ্ছামত কম বা বেশি হতে পারে।



সর্বশেষ সংবাদ

লাইফ এর আরও সংবাদ