পারফিউমের সুগন্ধ এখন থাকবে সারাদিন জুড়ে।


ই-বার্তা প্রকাশিত: ১৩ই সেপ্টেম্বর ২০১৭, বুধবার  | বিকাল ০৪:৫৫ লাইফ

ই-বার্তা ।। শীত, গ্রীষ্ম সময়টা যখনই হোক না কেন বাইরে বের হওয়ার আগে যে প্রসাধনীটা সবার ই লাগে তা হল সুগন্ধি। সকালে পারফিউম লাগিয়ে বেরোলেও অনেক সময় কিছুক্ষণ পরই তা চলে যায়। জেনে নিন কী করলে পারফিউম সারা দিন স্থায়ী হবে।

১। পারফিউম বেশিক্ষণ স্থায়ী করাতে চাইলে গরম পানিতে গোসল করার পরই শরীরে স্প্রে করুন। গরম পানি লোমকূপের মুখ বড় করে দেয়। ফলে পারফিউম ত্বকে শোষিত হয় ভাল ও বেশিক্ষণ স্থায়ী হয়।

২। অনেকেই পারফিউম পালস পয়েন্টে লাগানোর পর ঘষে নেন। এটা ভুল। এতে পারফিউম তাড়াতাড়ি চলে যায়।

৩। কেনার সময় বুঝে কিনুন। কোন পারফিউমের গন্ধ স্থায়ী হবে, দেখে শুনে কিনুন।

৪। পারফিউমের সুগন্ধ বেশি দিন ধরে রাখতে কোনও ঠান্ডা, অন্ধকার জায়গায় রাখুন। ফ্রিজে রাখতে পারলে সবচেয়ে ভাল।

৫। শুষ্ক ত্বকে পারফিউমের গন্ধ বেশি তাড়াতাড়ি চলে যায়। ত্বকে ময়শ্চারাইজার লাগিয়ে তারপর পারফিউম লাগান। এতে গন্ধ বেশিক্ষণ স্থায়ী হবে।

সর্বশেষ সংবাদ

লাইফ এর আরও সংবাদ