আমার সানগ্লাসগুলোর দাম অনেকের পুরো সিনেমার পারিশ্রমিক: কাজী মারুফ


ই-বার্তা প্রকাশিত: ১৬ই সেপ্টেম্বর ২০১৭, শনিবার  | বিকাল ০৫:২৯ সিনেমা

ই-বার্তা।। চিত্রনায়ক কাজী মারুফ। গত ১২ সেপ্টেম্বর নিজের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন। যেখানে সানগ্লাস সম্বলিত ছবি আর বক্তব্য তুলে ধরেছেন, কথাগুলো তার কষ্টের কথা বলেও নিজেই উল্লেখ করেছেন। কাজী মারুফের সেই কথাগুলো হুবহু তুলে ধরা হলো।

একটা বক্সে আমার সানগ্লাসগুলো দাম যেটা, এটা অনেকের পুরো সিনেমার পারিশ্রমিক। কখনো এরকম ছবি দিইনি। আজ নিজের কিছু কথা বলছি অনেক কষ্টে। জী, আমি ম্যানচেস্টার থেকে পড়াশোনাও করিনি।


তবে অল্প করলেও ঠিক মতো করেছি। আমার চলচ্চিত্রের চরিত্রে যে পোশাকে মারুফকে দেখা যায় ওই পোশাক মারুফকে দেয়া হয় প্রযোজকদের তরফ থেকে। আর চরিত্র অনুযায়ী আমাকে কাপড় পরতে দেওয়া হয়।

আমি মনে করি, আমি ২০১৬ পর্যন্ত যা বলেছি সব গণমানুষের কথা বলেছি এবং সাধারণ জনগণের প্রতিনিধি হয়ে আমি চলচ্চিত্রের পর্দায় কিছু বলার চেষ্টা করেছি, প্রতিবাদ করেছি। আর প্রতিবাদে সব সময়ই কঠোর হই। আর অন্যায় দেখলে প্রতিবাদ করবই আমি।

সর্বশেষ সংবাদ

সিনেমা এর আরও সংবাদ