মহাকর্ষীয় তরঙ্গ পর্যবেক্ষণ করে ৩ জনের নোবেল


ই-বার্তা প্রকাশিত: ৩রা অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৫:৩২ অন্যান্য

ই-বার্তা ।। আলবার্ট আইনস্টাইন শত বছর আগে মহাবিশ্ব সৃষ্টি নিয়ে যে মহাকর্ষীয় তরঙ্গের কথা বলেছিলেন, তা শনাক্ত করে নোবেল পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী চলতি বছরের। এরা হলেন- রেইনার ওয়েস, ব্যারি সি ব্যারিশ ও কিপ এস থ্রোন।

রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস মঙ্গলবার (৩ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে সংবাদ সম্মেলনে এই তিন পদার্থবিজ্ঞানীকে বিজয়ী ঘোষণা করে।

সংবাদ সম্মেলনে বলা হয়, এ বিজ্ঞানীদের হাত ধরে প্রথমবারের মতো মহাকর্ষীয় তরঙ্গ পর্যবেক্ষণ ছিল ইতিহাসের মাইলফলক- এতে বিশ্বব্রহ্মাণ্ড নিয়ে গবেষণার দরজা আরও উন্মুক্ত হয়ে গেছে।

ঘোষিত পুরস্কারের অর্থ ৯০ লাখ ক্রোনারের মধ্যে ওয়েস পাবেন অর্ধেক, বাকি অর্ধেক সমান ভাগ করে পাবেন ব্যারিশ ও থ্রোন।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ