সব কিছু স্বীকার করলেন জান্নাতুল নাঈম


ই-বার্তা প্রকাশিত: ৩রা অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | রাত ০৮:২৩ সিনেমা

ই-বার্তা।। জল্পনা কল্পনা কম হয়নি তাঁকে নিয়ে,হয়েছে আলোচনা সমালোচনাও । অবশেষে বিয়ে ও ডিভোর্সের কথা স্বীকার করে নিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল নাঈম এভ্রিল। তবে নিজের বিয়েকে বাল্যবিবাহ বলে দাবি করেছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে ফেসবুক লাইভে এসে এসব কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ভুল স্বীকার করে এভ্রিল বলেছেন, ডিভোর্সি হওয়া সত্ত্বেও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিয়েছি, এটা আমার ভুল। আপনারা যদি আমাকে এজন্য শাস্তি দিতে চান আমি মাথা পেতে নেবো। কিন্তু বাংলাদেশে আইন আছে, এখানে ১৬ বছরের একটা মেয়েকে বিয়ে দিলে সেটা বাল্যবিবাহ হিসেবে গণ্য হয়। আমার বেলায়ও তা হয়েছে। যে একটা দিনও সংসার করেনি তাকে কেন সারাজীবন বিবাহিতা পরিচয় বয়ে যেতে হবে, কেন?

নিয়ম অনুযায়ী বিবাহিতা কিংবা সন্তানের মা হয়েছেন এমন কেউ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। বিয়ের খবর ফাঁস হওয়ায় আয়োজক অন্তর শোবিজ ও ওমিকন এন্টারটেইনমেন্ট অন্য প্রতিযোগীকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঘোষণা করবেন বলে শোনা যাচ্ছে। সেই ইঙ্গিত দিয়ে তিনি বলেন, মিস ওয়ার্ল্ডে যে-ই যাক না কেন তার জন্য আমার শুভকামনা থাকবে। আমি যে কাজটি করতে পারলাম না, সে সেটি করে দেখাক। মিস ওয়ার্ল্ডে জান্নাতুল নাঈমের নামটা না-ই গেলো। কোনও সমস্যা নেই। যতদিন বেঁচে থাকবো মেয়েদের জন্য কাজ করবো। যে মেয়েরা বাল্যবিবাহের শিকার হয়, স্বাধীনতা পায় না, তাদের জন্য শেষ নিঃশ্বাস অবধি কাজ করে যাবো। অনেকে বলছেন, জান্নাতুল নাঈম এ ঘটনায় আত্মহত্যা করবে। জেনে রাখুন, জান্নাতুল নাঈম যথেষ্ট দৃঢ়চেতা মেয়ে। সে এত সহজে হাল ছেড়ে দেওয়ার মতো মেয়ে না।

লাইভের শুরুতে এভ্রিল বলেন, পৃথিবীর সব মানুষের কাছে সম্মান রেখে কিছু কথা বলতে চাই। ছোটবেলা থেকে কোনও বাধাবিপত্তির কাছে মাথা নত করিনি। আমি কখনও হার মানতে শিখিনি। একটা ১৬ বছরের মেয়েকে তার বাবা জোর করে বিয়ে দিচ্ছে, সে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে। সেই মেয়ে এখন সফল। সে তার সমাজের কোনও কথা শোনেনি। আশপাশের কারও কথা কানে নেয়নি। বাংলাদেশে বাল্যবিবাহ দৈনন্দিন একটি ঘটনা, তাই এ বিয়ে মানতে পারিনি। আমি এর বিরুদ্ধে কাজ করতে চেয়েছি। আমি জানাতে এসেছি, অল্প বয়সে মেয়েদের বিয়ে না দিলে তারা কতদূর যেতে পারে। আমি সেইসব বাবার চোখ খুলে দিতে এসেছিলাম। যারা পরিবারের চাপে সব মেনে নেয় আমি সেইসব মেয়ের চোখ খুলে দিতে চেয়েছিলাম।

বিবাহিতা হয়েও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশগ্রহণের ভুল আরেকবার স্বীকার করে জান্নাতুল নাঈম বলেন, পথে পথে বাইক রাইডার হিসেবে ঘোরার সময় এত কথা হয়নি আমাকে নিয়ে। আজ কেন সবাই আমার পিছু লেগেছেন! হ্যাঁ, আমি ভুল করেছি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় নাম লিখিয়েছি একটা ডিভোর্সি মেয়ে। কিন্তু আমি দেখিয়েছি মেধা দিয়ে লড়তে জানি। আমার অপরাধ, বাবার জোর করে দেওয়া বিয়ে মেনে নিয়ে সংসার করিনি। এটাই আমার বড় ভুল!

গত ২৯ সেপ্টেম্বর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি মিলনায়তনে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী ঘোষণা করেন জান্নাতুল নাঈমের নাম। যদিও উপস্থাপিকা শিনা চৌহান জানিয়েছিলেন, শীর্ষ ১০ প্রতিযোগীর মধ্যে সেরা হয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি। এ ঘটনার পর থেকেই অনুষ্ঠানটিকে ঘিরে আলোচনা-সমালোচনায় মুখর বিনোদন অঙ্গন। এবার সামাজিক যোগাযোগের মাধ্যমে এভ্রিলের বিয়ের ছবি ছড়িয়ে পড়লে বিব্রতকর অবস্থায় পড়েছেন আয়োজকরা। কারণ বেশকিছু অনুসন্ধানী প্রতিবেদনে জানা যায়, বিচারকদের রায় তোয়াক্কা না করেই নিজেদের পছন্দ অনুযায়ী এভ্রিলকে বেছে নিয়েছে অন্তর শোবিজ। জেসিয়াকে শুরুতে দ্বিতীয় রানারআপ করা হলেও পরে জানানো হয়, তিনি হয়েছেন প্রথম রানারআপ।

সর্বশেষ সংবাদ

সিনেমা এর আরও সংবাদ