মুরগির ডিম দিয়ে ক্যান্সারের ওষুধ


ই-বার্তা প্রকাশিত: ১০ই অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | সন্ধ্যা ০৬:২২ অন্যান্য

ই-বার্তা ।। জাপানের একদল গবেষক মুরগির ডিম দিয়ে ক্যান্সারের ওষুধ বানানোর চেষ্টা করছেন। মুরগির কোষে জিন প্রয়োগ করে এই ওষুধ বানানোর কথা জানান তারা।

এই উপায়ে ওষুধ প্রস্তুত করা গেলে ক্যান্সার চিকিৎসার খরচ যেমন কমে আসবে, তেমনি রোগীদেরও কষ্টকর প্রক্রিয়ার মধ্যে দিয়ে আর যেতে হবে না।

গবেষকরা এখন মুরগির ডিমে ইন্টারফেরন বেটা নামের এক ধরণের প্রোটিন তৈরির চেষ্টা করছেন। এই প্রোটিন স্নায়ুতন্ত্রের রোগ ও হেপাটাইটিসের চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে। প্রাথমিকভাবে মুরগির দেহে জিন প্রয়োগ করা হয় যেন সেটা এই প্রোটিনযুক্ত ডিম দিতে পারে।

এভাবে উত্তরাধিকার সূত্রে এক মুরগি থেকে আরেক মুরগিতে এই ইন্টারফেরন বেটা তৈরির সক্ষমতা ছড়িয়ে পড়বে। এই প্রচেষ্টা সফল হলে ইন্টারফেরন বেটার দাম কয়েকশ গুন কমে আসবে।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ