অস্ট্রেলিয়া , নিউজিল্যান্ডে যাচ্ছে ঢাকা অ্যাটাক


ই-বার্তা প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০১৭, বুধবার  | বিকাল ০৩:০০ সিনেমা

ই-বার্তা।। বাংলাদেশের মানুষ বর্তমান সময়ে অনেকটাই হল বিমুখ। নির্মাতারা চেস্টা করে যাচ্ছেন তাদের হলে ফিরিয়ে আনতে। বছরে দুএকটা ছবি দর্শকদের হলে টানে। বাকি সময় হল গুলো ফাকাই থাকে। তার মধ্যে ৬ অক্টোবর মুক্তি পাওয়া ঢাকা অ্যাটাক একটি। বলা যায় সব রেকর্ড ভেঙ্গে দর্শকদের জনপ্রিয়তা পেয়েছে সিনেমাটি।

এখনো কিছু কিছু হলে হাউজফুল সিনেমাটি। দীপঙ্কর দিপনের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

নতুন খবর হলো ঢাকা অ্যাটাক মুক্তি পাবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের প্রধান শহরগুলোতে।

এই উপলক্ষে সম্প্রতি চলচ্চিত্রটির অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড অঞ্চলের পরিবেশক প্রতিষ্ঠান বঙ্গজ ফিল্মস এবং সিডনি শহরের অংশীদারগণ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে অতিথিদের সাথে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে সরাসরি মতবিনিময় করেন চলচ্চিত্রটির কাহিনীকার সানি সানোয়ার, পরিচালক দীপঙ্কর দিপন এবং অভিনেতা আরিফিন শুভ। আর অনুষ্ঠানের মূল আকর্ষন ছিলেন ঢাকা অ্যাটাকর তারকা খলনায়ক অস্ট্রেলিয়ান অভিনেতা তাসকিন রহমান যিনি তার অভিনয় এবং ব্যক্তিত্ব দিয়ে সবার মন জয় করেছেন।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গজ ফিল্মসের প্রতিষ্ঠাতা তানিম মান্নান উপস্থিত সকলকে সারদ আমন্ত্রণ জানান এবং ঢাকা অ্যাটাক এর বাংলাদেশের সাফল্য তুলে ধরেন। চলচ্চিত্রটির ব্যাপারে প্রবাসী বাংলাদেশিদের আগ্রহের ফলশ্রুতিতে বঙ্গজ ফিল্মস অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পরিবেশনার দায়িত্ব নেয় এবং বিভিন্ন শহর গুলোতে আগ্রহী প্রতিষ্ঠান এবং ব্যক্তির সাথে অংশীদার হয়ে শো এর আয়োজন করছে। সিডনির শো গুলোতে বঙ্গজ ফিল্মস এর অংশিদার হিসেবে আছেন বাংলাদেশ আইডল সিডনি, ইগল এন্টারটেইনমেন্ট, ই এস আই গ্লোবাল, জে এ মাল্টিমিডিয়া, খোয়াব, ওয়ান কয়েন, সুর ইভেন্টস, রুবস এন্টারটেইনমেন্ট এবং বাংলাদেশ নাইট এর অন্যতম আয়োজন মাহমুদ হোসেন ইমন।

চলচ্চিত্রটি এই অঞ্চলে নিয়ে আসার আরেকটি কারণ হলো এটি নির্মিত হয়েছে বাংলাদেশ পুলিশের কিছু সত্যিকার ঘটনার উপর ভিত্তি করে।

অবশেষে সকলের উপস্থিতিতে ঢাকা অ্যাটাক সিনেমাটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এ মুক্তির দিন ক্ষন জানানো হয়। ঢাকা অ্যাটাক এর অস্ট্রেলিয়া যাত্রা শুরু হবে ব্রিসবেন শহর থেকে আগামী ২৭ অক্টোবর। সেদিন শোনেল থিয়েটার এন্ড সিনেমা হলে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দেখানো হবে সিনেমাটি। এরপর ১২ নভেম্বর বিকেল ৩ টায় দেখানো হবে সিডনির অবার্নে অবসস্থিত রিডিং সিনেমাস হলে।

একই দিনে অ্যাডেলেইডেও দেখানো হবে। একই দিনে মেলবোর্ন শহরেও সিনেমাটি দেখানোর পরিকল্পনা করা হয়েছে যা স্থানীয় আয়োজকরা নিশ্চিত করে জানিয়ে দেবেন নিজ নিজ শহরের দর্শকদের।

অস্ট্রেলিয়ার ক্যানবের, পার্থ এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে সিনেমাটি দেখানোর পরিকল্পনা করা হচ্ছে আগামী ২ ডিসেম্বর তবে তার আগেও আয়োজন করা হতে পারে এবং সময়মত অধিবাসীদের জানিয়ে দেবেন আয়োজকরা।

সিডনি শোয়ের টিকিট অনলাইনে পাওয়া যাবে ইভেন্টসএনটিকেটস এবং ক্রেজিটিকেটসের মাধ্যমে।

সর্বশেষ সংবাদ

সিনেমা এর আরও সংবাদ