অপেরা হাউজে হ্যালুইন


ই-বার্তা প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০১৭, রবিবার  | বিকাল ০৫:৩০ ইউরোপ

ই-বার্তা ।। হ্যালুইন উৎসবকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশে চলছে নানা প্রস্তুতি। এই উৎসবের মূল ভাবনা হলো, এদিন সব মৃত আত্মা নিকটাত্মীয়দের সান্নিধ্য লাভের আসায় দুনিয়ার বুকে নেমে আসে। দিবসটিকে সামনে রেখে সুইডেনের স্টকহোমে অপেরা হাউসে এক ভৌতিক প্রদর্শনের আয়োজন করা হয়।

আইরিশ ঔপন্যাসিক ব্রাম স্টোকারের বিখ্যাত ভৌতিক উপন্যাস ‘ড্রাকুলা’র এক খণ্ড চিত্র ফুটে ওঠে সুইডেনের এই অপেরা হাউসে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মৃত মানুষের আত্মারা মেতে ওঠে বিভিন্ন কসরত প্রদর্শনে।

ড্রাকুলা’র কাহিনী অবলম্বনে বেশ কয়েকটি হরর ছবি নির্মিত হলেও এই প্রথম বিষয়টি অপেরা মঞ্চে ফুটিয়ে তোলা হয়েছে। শনিবার সবার জন্য উন্মুক্ত করা হয় এই প্রদর্শন। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত এই লাইভ শো চলবে।

তরুণ প্রজন্মকে অপেরামুখী করতে স্টকহোমে রয়েল অপেরা হাউসে এই বিশেষ ভৌতিক প্রদর্শন আয়োজনের কথা জানান আয়োজকরা।

অনুষ্ঠানের প্রযোজক অ্যানা ওয়েস্টলিং বলেন, আমি প্রথমে বিষয়টা নিয়ে ফেইসবুকে প্রচারণা চালাই। সেখানে ভাম্পায়ার নামে একটি গ্রুপ খুলি। খুব অল্প সময়ে অনেকের সাড়া পেয়ে অপেরা হাউসে এমন অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেই।

সর্বশেষ সংবাদ

ইউরোপ এর আরও সংবাদ