অখন্ড স্পেনের দাবিতে বার্সেলোনায় র‍্যালি


ই-বার্তা প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০১৭, সোমবার  | বিকাল ০৩:৩১ ইউরোপ

ই-বার্তা ।। কাতালুনিয়ার রাজধানী বার্সেলোনায় র‍্যালি অংশ নিয়েছে তিন লাখের বেশি মানুষ স্বাধীনতার বিপক্ষে এবং অখণ্ড স্পেনের দাবিতে। বহিষ্কৃত কাতালান নেতা কার্লেস পুজদেমনের গ্রেপ্তারের দাবিও ওঠে সমাবেশে।

শান্তিপূর্ণ এ সমাবেশে নিরাপত্তা নিশ্চিতের জন্য হেলিকপ্টারে টহল দেয় পুলিশ। কাতালুনিয়ার বিরোধী দলগুলো বলছে এতোদিন পর কথা বলতে শুরু করেছে স্পেনপন্থিরা। এরাই সংখ্যাগুরু বলেও দাবি বিরোধী দলের। কাতালান পুলিশের অনেক সদস্যও অংশ নিয়েছেন সমাবেশে।

কাতালুনিয়ায় কেন্দ্রীয় শাসন জারির যে পদক্ষেপ সরকার নিয়েছে, সহকর্মীরা তাতে স্পেনবিরোধী অবস্থান নিলে কী পরিস্থিতি দাঁড়াবে সে নিয়ে শংকিত তারাও।

সর্বশেষ সংবাদ

ইউরোপ এর আরও সংবাদ