তেলের দাম সমন্বয় করা হয়নি: অর্থমন্ত্রী


ই-বার্তা প্রকাশিত: ২রা মে ২০১৭, মঙ্গলবার  | সন্ধ্যা ০৭:৩৬ বাণিজ্য

ই-বার্তা প্রতিবেদক।। জ্বালানি তেলের দামের সমন্বয় করা হয়নি। এটা করলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশি হতে পারত। তবে এটা আমরা করব বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার রাজধানীর প্যানপ্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে এনটিভি এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) যৌথ উদ্যোগে ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ২০১২ সাল থেকে ১৫ শতাংশের ভ্যাটের আইন জারি করা হয়েছে। এটা এখনো কার্যকর হয়নি। এবার কার্যকর করব।

মন্ত্রী আরো বলেন, দক্ষতা বৃদ্ধিতে আমরা যে উদ্যোগ নিয়েছি এবং যা হচ্ছে তা নিয়ে আমি গর্ববোধ করি। পাশাপাশি নারীদের ক্ষমতায়নে যা যা দরকার তাই করা হবে।

এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত আছেন অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান, সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

সর্বশেষ সংবাদ

বাণিজ্য এর আরও সংবাদ