প্রিয় নায়কের প্রয়াণ দিন আজ


ই-বার্তা প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০১৭, বুধবার  | দুপুর ০২:৩৫ সিনেমা

ই-বার্তা ।। বাংলাদেশের চলচ্চিত্র জগতের রূপালী পর্দার নব্বইয়ের দশকের শ্রেষ্ঠ ও সুদর্শন নায়ক সালমান শাহ্‌’র ২১তম মৃত্যুবার্ষিকী আজ (৬ সেপ্টেম্বর) প্রিয় নায়কের স্মরণে দেশজুড়ে সালমানের পরিবার ও ভক্তরা নানা আয়োজন হাতে নিয়েছেন। দোয়া, মিলাদ ও মানববন্ধন কর্মসূচি এসবের অন্তর্ভুক্ত।

সালমানের প্রয়াণ দিনে তাঁর অবদান ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও। সেটি অনুষ্ঠিত হবে সালমানের প্রিয় স্থান এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে।

সালমান শাহ চলচ্চিত্র শিল্পের জন্য আশীর্বাদ হয়ে এসেছিলেন। মাত্র ২৭টি ছবি দিয়ে ঝড় তুলেছিলেন বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে। একুশ বছর হয়ে গেল তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আজও তাঁর আবেদন ও জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। তাঁর পরবর্তী প্রজন্মের নায়কদের মধ্যেও প্রিয় নায়ক হয়ে আছেন তিনি।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। ২১ বছর পেরিয়ে গেলেও কাটেনি তাঁর মৃত্যুর রহস্য। অমর এই নায়ককে ভালোবাসতে, শ্রদ্ধাঞ্জলি দিতে কোনো দ্বিধা নেই চলচ্চিত্রপ্রেমীদের।

সর্বশেষ সংবাদ

সিনেমা এর আরও সংবাদ